শ্যামা মা কি আমার কালোরে?
শ্যামা মা কি আমার কালো?
লোকে বলে কালি কালো
আমার মন তো বলেনা কালোরে
কালো রূপে দিগম্বরী
কালো রূপে দিগম্বরী
হৃদিপদ্ম করে মোর আলোরে
শ্যামা মা কি আমার কালো?
;-)
শ্যামা মা কি আমার কালোরে?
শ্যামা মা কি আমার কালো?
লোকে বলে কালি কালো
আমার মন তো বলেনা কালোরে
কালো রূপে দিগম্বরী
কালো রূপে দিগম্বরী
হৃদিপদ্ম করে মোর আলোরে
শ্যামা মা কি আমার কালো?